নতুন ফ্রিল্যান্সার/কাস্টমার হিসাবে নিবন্ধন করতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
কাজ-১: প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে উপরে ডান সাইটের কোনে “JOIN NOW“ বাটনে ক্লিক করবেন।
JOIN NOW বাটনে ক্লিক করার পর এমন একটি পেজ দেখতে পাবেন। এখানে
১ম বক্স থেকে Mr/Miss সিলেক্ট করবেন।
২য় বক্সে আপনার নামের ১ম অংশ এবং ৩য় বক্সে আপনার নামের ২য় অংশ লিখবেন।
এরপর ৪র্থ বক্সে ইউজার নেম ও ৫ম বক্সে আপনার জি-মেইল আইডি লিখুন।
এরপর START NOW অপশনে ক্লিক করুন।
কাজ-২ঃ উপরে বক্সের মত একটা পেজ আসবে।
১ম বক্স থেকে লোকেশন সিলেক্ট করবেন।
২য় ও ৩য় বক্সে দুইবার একই পাসওয়ার্ড দিবেন।
তারপর আপনি যদি ফিল্যান্সার হিসাবে কাজ করতে চান, তাহলে ফ্রিল্যান্সার অপশনে টিক মার্ক দিবেন।
অথবা কাস্টমার হিসাবে নিবন্ধন করতে চাইলে এমপ্লাই অপশনে টিক মার্ক দিবেন।
কাজ-৩ঃ ই-মেইল/জি-মেইল ভেরিফিকেশন কোড ভেরিফাই করতে হবে।
বিদ্রঃ অনেক সময় আমরা ভেরিফিকেশন কোড খুঁজে পাই না। এজন্য মেইলের স্পাম অথবা প্রোমোশন’স ফোল্ডার চেক করবেন।
ভেরিফাই কোড সাবমিট করলেই Congratulations!ম্যাসেজ আসবে।
2 Comments
Tumpa Dutta
1 week agoI am satisfied for this website
admin
1 week agothank you so much appi