
About “Md. Asif Iqbal”
চলো-পাল্টাই ডট কম একটি “ই-কমার্স মার্কেটপ্লেস” যা প্রায় ফাইবার ডট কম ও ফ্রিল্যান্সার ডট কমের (ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস) মত। আমাদের দেশের ফ্রিল্যান্সার’রা অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই মার্কেটপ্লেসগুলো যেভাবে কাজ করে ঠিক একইভাবে আমরা আমাদের কাজ পরিচালনা করবো। তবে, আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ আমদের ফ্রিল্যান্সিং কায়িকশ্রম নির্ভর। অর্থাৎ চলো পাল্টাই ডটকমের সাথে যুক্ত হয়ে ঘরে বসে দর্জি কাজ, হাতের এমব্রয়ডারি করা, ঘরে বসে রান্না করা এবং ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করা ইত্যাদি কাজগুলো কায়িক পরিশ্রম দ্বারা ফ্রিল্যান্সাররা করতে পারবে।
ইতিমধ্যে আমরা তিনটি ক্যাটাগরি যুক্ত করেছি,
এক. আমার রান্না ঘরঃ আমার রান্না ঘর প্লাটফর্মটি মূলত হোমমেড ফুড নিয়ে কাজ করবে। আমাদের ফ্রিল্যান্সাররা ঘরে বসে রান্না করবে। আর ফিল্যান্সারের নিজ এলাকায় আমাদের ডেলিভারি ম্যান দ্বারা ফুড ডেলিভারি সম্পন্ন করে দেয়া হবে। এছাড়া দীর্ঘস্থায়ী ফুডগুলো বাংলাদেশের যে কোন প্রান্তে ডেলিভারি দেওয়া হবে।
দুই. আমার সেলাইঃ আমার সেলাই প্ল্যাটফর্মটির আমার রান্নাঘর প্ল্যাটফর্মের মতো কাজ করবে। এখানে আমাদের ফ্রিল্যান্সাররা তাদের নিজ এলাকার মধ্যে ড্রেস মেকিং এর যে অর্ডারগুলো আসবে সেগুলো তৈরি করে দেবে। এবং আমাদের ডেলিভারি ম্যান দ্বারা সেগুলো ডেলিভারি সম্পন্ন করে দেওয়া হবে। এছাড়া হাতের এমব্রয়ডারি কাজ করা হবে। এবং সেগুলো বাংলাদেশের যেকোন প্রান্তে ডেলিভারি দিয়ে দেওয়া হবে।
তিন. আমি ইলেকট্রিশিয়ানঃ এখানে উক্ত ক্যাটাগরির মত নিজ এলাকার মধ্যে ইলেকট্রিশিয়ান’রা হোম রিপেয়ারের কাজ করবে।