হাই, আমি সুলতানা সুমী। আমি হ্যান্ড-পেইন্টিং নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমি শাড়ি, থ্রী-পিচ, ওড়না, কুসন কভার হ্যান্ডপেইন্টিং করেছি।
পূর্বে, আমি ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের মাধ্যমে সেল পোস্ট করতাম। কিন্তু, তেমন একটা সেল হতো না এখন চলো-পাল্টাই এর মাধ্যমে আমার দক্ষতাকে মডিফাই করে কোয়ালিটিফুল পণ্য নিয়ে আসছি। সেলও ভালো হয় কাস্টমারও ভালো ফিডব্যাক দেয়।